খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৪ নং সুরখালি ইউনিয়ন এর সুখদাড়া বড়বাড়ি ত্রিবার্ষিক শ্রী মদ্ভাগবত সুধামৃত পাট অনুষ্ঠান ২০২৪ঃ এর অধিবাস কীর্তন করলেন,১৯ শে ফাল্গুন ৩ই মার্চ রবিবার,
মৃত্যুঞ্জয় অধিকারী মাধব,
মাধবকুণ্ড সেবাশ্রম, ঘোষনাপুর, বাঘারপাড়া, যশোহর। আগামী ২০ শে ফাল্গুন ৪ই মার্চ সোমবার শ্রীমদ্ভাগবত আলোচনা ও একুশে ফাল্গুন ৫ ই মার্চ মঙ্গলবার মহাপ্রভুর ভোগ নিবেদন, শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন মনোরঞ্জন গোস্বামী, শ্যামনগর সাতক্ষীরা। প্রভোদ নন্দ দাস গোস্বামী, বটিয়াঘাটা খুলনা।আপনারা মহতী অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত আয়োজনে সুখ দাড়া বড় বাড়ি।