মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীতে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার-নার্স না থাকায় এবং ল্যাবে উপযুক্ত জনবল না থাকার অভিযোগে সেন্ট্রাল সিটি হাসপাতাল নামক এক হাসপাতাল বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জেন।
আজ সোমবার (৪ মার্চ) অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড়এলাকায় অবস্থিত এই সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী যে পরিমাণ ডাক্তার থাকার কথা সে পরিমাণ ডাক্তারের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তাদের ল্যাবও অযোগ্য লোক কাজ করছে।
পযাপ্ত পরিমাণ নার্স নেই। এসব অভিযোগে সেন্ট্রাল সিটি হাসপাতাল নামে এক হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।