শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
দাকোপ রিপন মন্ডলের মামাতো ভাই সমির মন্ডল গ্রাম-খাটাইল,পোষ্ট-চালনা বাজার,দাকোপ,খুলনা। নরসিংদি তে brack এ চাকরি করেন গত মার্চের ১ তারিখ নরসিংদি থেকে যশোরে আসে রাত ১১ টার দিকে, দুই দিন হয়ে গেল সমিরের কোন খবর পাওয়া যাচ্ছেনা, দাকোপ থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহন করে নাই, থানা থেকে বলা হয়েছে যেখান থেকে নিখোজ হয়েছে সেই থানায় অভিযোগ করতে হবে, ৪/৩/২০২৪ সোমবার সমিরের মামাতো ভাই রিপন নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, বর্তমান সমিরের ফোন ও বন্ধ যদি কোন মহান ব্যাক্তি কোন খোজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যানাবেন-((রিপন মন্ডল - 01400002881))