মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীতে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. রাব্বিকে গ্রেফতার করেছে কতোয়ালী থানা পুলিশ।
সোমবার (৪ মার্চ) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গতকাল নগরীর পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায় , গত ৩ মার্চ সিএমপি কোতোয়ালী থানার এসআই/মনিরুল আলম খোরশেদ, এএসআই/সাইফুল আলম, এএসআই/রুবেল মজুমদারসঙ্গীয় ফোর্সসহ নগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বাণিজ্য মেলায় অভিযান পরিচালনা করে দায়রা-১৮১৭/১৮, কোতোয়ালী-৮৯(১১)১৭, জিআর-৯৩৭/১৭ সংক্রান্ত ১ বছরের সাজাপ্রাপ্ত ঐ আসামিকে গ্রেফতার করেন।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।