ফুটপাত দখলমুক্ত রাস্তা ও ফুটওভার ব্রিজ চাই!
যানজটমুক্ত বাংলাদেশ চাই!
প্রতিনিধি-আফজাল!
সোনারগাঁ,নারায়ণগঞ্জ!
১৬ কোটি মানুষের যোগাযোগের ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে রাস্তা, ফ্লাইওভার ব্রিজ, ফুটওভার ব্রিজ! মানুষের দৈনন্দিন চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নুতন রাস্তা, রাস্তা সংঙ্করণ, চার লাইনের রাস্তা, ফ্লাই ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ ইত্যাদি নির্মাণ করছে! দেশকে যানজট মুক্ত রাখতে- দেশের জনগণের সুবিধার্থে এ পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে! একটা দেশ উন্নয়নের জন্য যোগাযোগ মাধ্যমটা অতি গুরুত্বপূর্ণ! কিন্ত কিছু অসাদু সেন্ডিকেট নেতা বা ব্যবসায়ীরা, ক্ষমতার বড়াই দেখিয়ে এসব রাস্তা দখল করে বিভিন্ন হকারদের কাছে কিছু অ্যাডভান্স ও দৈনিক চাঁদায় দখলে দিয়ে দেয়! রাস্তায় বের হলে দেখা যায়, অবৈধভাবে পার্কিং করে রাস্তায় বাস স্ট্যান্ড করে রাস্তা দখল করে আছে! পাকা রাস্তায় হকার বসিয়ে রাস্তা দখল করে বসে আছে! ফুটওভার ব্রিজে ও জনগণের ভোগান্তির শেষ নেই! ফুটওভার ব্রিজে ও বিভিন্ন হকার বসিয়ে তারা চাঁদা আদায় করছে!
অবৈধ পার্কিং, অবৈধভাবে রাস্তায় বাস স্ট্যান্ড, পাকা রাস্তায় হকার বসিয়ে রাস্তা দখলের কারণে জনগণের ভোগান্তির শেষ নেই! তাঁদের এ রাস্তা দখলের কারণে, রাস্তায় অনেক বেশি যানজট সৃষ্টি হয়! এ যানজটের কারণে দেশের মানুষ অনেকটা অশান্তিতে আছে! দৈনন্দিন চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে! এ যানজটের কারণে নির্দিষ্ট সময়ে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না! এতে করে জনগণের ভোগান্তি থেকেই যাচ্ছে! অনেক সময় দেখা যায়, এমপি, মন্ত্রীদের ভিআইপি ভাবে রাস্তায় চলাচল করেন! ভিআইপি ভাবে রাস্তায় চলাচলের কারণে, রাস্তার হকার বা রাস্তা দখল ও যানজট দেখতে পান না! দেশের উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবানের লক্ষে, রাস্তায় আপনাদের সুদৃষ্টি কামনা করছি! নির্দিষ্ট এলাকা বা জেলার জন্য না, সারা দেশেই এ হকার বাণিজ্য চলতেছে! এর শেষ কোথায়! জনগণের একটাই দাবি! সমস্ত দখলমুক্ত রাস্তা চাই! যানজট মুক্ত রাস্তায় চলতে চাই! তাই স্বাধীন বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণের লক্ষে সম্মানিত প্রশাসন, কমিশনার, এমপি ও মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি! দখল মুক্ত রাস্তায় দেশ ও জাতির উন্নয়ন!↓