রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
মানবতার ফেরিওয়ালা হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, মাদক নির্মূল, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০২ ই মার্চ ২০২৪খ্রিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাজাঁসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।
চুনারুঘাট থানাধীন ০১ নং গাজীপুর ইউপির অর্ন্তগত সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা সাকিনস্থ জনৈক সাজল মিয়ার নির্মাণাধীন পাকা ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাচ্চু মিয়া(২৮), পিতা-ইউনুছ মিয়া, সাং-হাপ্টারহাওর, থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ-কে ২০ (বিশ) কেজি গাঁজা, যার মূল্য অনুঃ ২,০০,০০০/-টাকাসহ আটক করে। এ সময় আরেক মাদক ব্যবসায়ী বাবুল মিয়া ,পিতা-মৃত রফিকুল ইসলাম,সাং-হাপ্টারহাওর, থানা- চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে চুনারুঘাট থানার এফআইআর নং-০৩, তারিখ-০২/০৩/২০২৪ ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮উক্ত মামলা রুজু করা হয়।