মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যান্ডিং মেশিনের ভেতর থেকে এক কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য এক কোটি টাকা।
এ সময় দুই যাত্রীকে আটক করা হয়।
আজ শনিবার ভোরে বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টম হাউসের কর্মকর্তারা এই স্বর্ণ উদ্ধার করেন।
বিমানবন্দর এনএসআই টিম সূত্র জানায়, শনিবার ফ্লাইটটি সারজা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ভোর সাড়ে ৬টায় অবতরণ করে।
যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে তল্লাশি করে একটি ব্র্যান্ডিং মেশিনের ভিতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। পরবর্তীতে স্বর্ণের পরিমাণ ১ কেজি ১১৪ গ্রাম বলে জানা যায়।
যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
আটক দুই যাত্রী হলেন পটিয়ার সিরাজুল ইসলামের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও হাটহাজারীর সুলাইমানের পুত্র মোঃ মোরশেদ।