শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৪ নং সুরখালি ইউনিয়ন এর ১ নং গরিয়ারডাঙ্গা ওয়ার্ড এর গরিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বাবু অর্ধেন্দু রায়,মাতা বিউটি রায়য়ের ছোট ছেলে (রাহুল রায়) ১ পূত্র ৩ বছর ও ১ কন্যা ৬ বছর রেখে বসত ঘরে গলায় মাপলার দিয়ে নিজ বসত ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্ম হত্যার পথ বেছে নিয়েছে, জন সুত্রে জানাজায় রাহুলের স্ত্রী তার ছেলে ও মেয়েকে নিয়ে ৩/৪ দিন বাপের বাড়ি চলে যায় মোঃ ফোনে স্ত্রীর সাথে ১ হাজার টাকা নিয়ে কলহের কারনে রাহুলকে বলে তুমি খারাপ লোক তোমার সংসার আমি আর করবোনা,তারই জেরে এই আত্ম হত্যা।ঘরের ভিতর দরজা বন্ধ করে মোবাইল ফোনে কথা বলছিল, ১/৩/২০২৪ অনুমানিক ১. ৩০ টার সময় মোবাইলে কথা বলতে না শুনে পরিবারের লোকজন ডাকাডাকি করলে, কোন শাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে গলায় মাপলার দিয়ে ফ্যানের সাথে ঝুলছে , তখন নামিয়ে দেখা জায় রাহুল মারা গেছে, তখন বটিয়াঘাটা থানা কে অবহিত করা হলে এস আই মোস্তাফিজ রহমান তৎক্ষণাৎ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে যান। সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য বটিয়াঘাটা থানায় নিয়ে যায়,পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বটিয়াঘাটা থানা মামলা নং( ৫) তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।