প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
আজ ২৭ শে ফেব্রুয়ারী খুলনা দাকোপ,তিলডাঙ্গা ২৩০ তম শ্বশান কালি পূজাঃ২০২৪ঃ
আজ ২৭ শে ফেব্রুয়ারী খুলনা দাকোপ,তিলডাঙ্গা ২৩০ তম শ্বশান কালি পূজাঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
দক্ষিণ বাংলার, খুলনা জেলার, দাকোপ থানার তিলডাংগার ইউনিয়নের শ্মশান কালী মায়ের ২৩০ তম বাৎসরিক পূজা ও কবিগান আজ।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ্যাধিক মানুষের সমাগমে আজ মুখরিত হবে তিলডাংগা শ্মশান কালী মায়ের পূজাঙ্গন। এক রাতের এই অনুষ্ঠানে আনন্দের জোয়ার বয়ে যায়। কথিতো আছে ঐতিহ্যবাহী এই মায়ের মন্দিরে এসে মায়ের কাছে যে, যা প্রার্থনা করে মা শশ্মান কালী তা পূর্ণ করেন। অনেকে মন্দিরের পিছনে বট বৃক্ষে ইট ঝুলিয়ে মানত করেন,।মানত পূর্ণ হলে ইট খুলে মানত প্রদান করেন মায়ের সামনে, এই মন্দির ও মা শ্মশান কালীকে নিয়ে আরো অনেক লোকো কাহিনী আছে যা শুনা যায় স্থানীয় মানুষের মুখে মুখে।অনেক কে দেখা যায় শ্মশানের ভিতর স্নান করাতে, লোক মুকে শোনা যায় মায়ের কথা বলে শেষ করা যাবেনা।
সতর্কবার্তা:~
সকলের অবগতির জন্য জানানো যে আপনারা আপনাদের মোবাইল, মানিব্যাগ,সোনার গোহনা সহ মূল্যবান জিনিস ব্যবহারের ক্ষেত্রে দয়াকরে একটু সাবধানতা অবলম্বন করবেন।
পুরো মন্দির এরিয়া সি সি ক্যামেরার আওতায় থাকবে।
আপনার গতিবিধি কন্ট্রোলরুম থেকে পর্যবেক্ষন করা হবে।
আপনি সর্বদা প্রশাসনের নজরদারিতে থাকবেন ।
তিলডাঙ্গা শ্রী শ্রী শ্মশান কালি মায়ের পূজা কমিটির সকলের উদ্দেশ্য বলছি মায়ের মন্দির ঢোকার সময় কম কম লোক ঢুকাবেন,ভিড় করতে দিবেন না।
Copyright © 2024 KB TV News 24.com. All rights reserved.