শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
দক্ষিণ বাংলার, খুলনা জেলার, দাকোপ থানার তিলডাংগার ইউনিয়নের শ্মশান কালী মায়ের ২৩০ তম বাৎসরিক পূজা ও কবিগান আজ।
বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ্যাধিক মানুষের সমাগমে আজ মুখরিত হবে তিলডাংগা শ্মশান কালী মায়ের পূজাঙ্গন। এক রাতের এই অনুষ্ঠানে আনন্দের জোয়ার বয়ে যায়। কথিতো আছে ঐতিহ্যবাহী এই মায়ের মন্দিরে এসে মায়ের কাছে যে, যা প্রার্থনা করে মা শশ্মান কালী তা পূর্ণ করেন। অনেকে মন্দিরের পিছনে বট বৃক্ষে ইট ঝুলিয়ে মানত করেন,।মানত পূর্ণ হলে ইট খুলে মানত প্রদান করেন মায়ের সামনে, এই মন্দির ও মা শ্মশান কালীকে নিয়ে আরো অনেক লোকো কাহিনী আছে যা শুনা যায় স্থানীয় মানুষের মুখে মুখে।অনেক কে দেখা যায় শ্মশানের ভিতর স্নান করাতে, লোক মুকে শোনা যায় মায়ের কথা বলে শেষ করা যাবেনা।