ডুমুরিয়ার ফুলকলি উৎসব-২০২৪ পালনঃ
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ
২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ১০টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডার পাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তালতলা জ্যোতিমঠে দেড় শতাধিক সাহিত্যিক-শুভানুধ্যায়ীর স্বতস্ফূর্ত উপস্থিতিতে কবি শেখর রঞ্জন ঘোষের পৌরহিত্যে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেলো ফুলকলি উৎসব।
আসন গ্রহণ,ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের পর উদ্বোধনী সঙ্গীত,অসুস্থ সাহিত্যিকদের সুস্থতা এবং প্রয়াত সাহিত্যিকদের বিদেহী আত্মার শান্তি কামনার পর সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডলের স্বাগত বক্তব্য,এর পর চলতে থাকে- অভ্যাগত কবিদের স্বরচিত কবিতা পাঠ-আবৃত্তি,”সদ্ভাব শতক-এর কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার” শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক তাপস মজুমদার ও সমালোচনা করেন সহকারী অধ্যাপক বিভূতি ভূষণ মন্ডল।এরপর “লেখকের লেখার মাধ্যম” শিরোনামে একটি বিশেষ আলোচনা করেন প্রফেসর ড.দিব্যদ্যুতি সরকার।সঙ্গীত পরিবেশন করেন- তৃষা মন্ডল,অরিন্দম সেন,অরবিন্দ মৃধা,প্রফেসর ড. বিবেকানন্দ বিশ্বাস ও অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী।নৃত্য পরিবেশন করে জুঁই হালদার।তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতায় আসরের সেরা কবির শিরোপা পান কবি ফারুক আলম।রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরিন্দম সেন-পশ্চিম বঙ্গ(শাস্ত্রীয় সঙ্গীতে),খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিপ্লব রায়-খুলনা(কবিতায়),সহকারী অধ্যাপক তাপস মজুমদার-যশোর(প্রবন্ধে),অমিত কুন্ডু-ঝিনাইদহ(শিশু সাহিত্যে),শাশ্বত নিপ্পন-মেহেরপুর(ছোট গল্পে),সহকারী অধ্যাপক সনোজ কুন্ডু-গোপালগঞ্জ(উপন্যাসে) ও খায়রুল বাসার-সাতক্ষীরা(নাটকে) এই সাত গুণীজনকে ফুলকলি পুরস্কার’২৪ প্রদান করা হয়।লেখকদের পাঠকৃত লেখার পর্যালোচনা করেন প্রফেসর ড.সন্দীপক মল্লিক।বক্তব্য রাখেন- প্রফেসর ড.ইবাইস আমান,প্রফেসর ড.তুষার কান্তি মন্ডল,পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্স ডিপার্টমেন্টের সিনিয়র যুগ্ম কমিশনার দীপক রায়,ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে প্রমূখ।বর্ষীয়ান কবি চিত্ত রঞ্জন মল্লিকের দুটি গল্পগ্রন্থের মোড়ক উন্মোচনের পর লাকী কূপন ড্র ছিলো একটি বাড়তি বিশেষ আকর্ষণ।সভাপতির মর্মস্পর্সী সমাপনী ভাষণ পরবর্তী সমবেত মধ্যাহ্ণ ভোজনের মধ্য দিয়েই শুভ পরিসমাপ্তি ঘটে একটি উৎসব মূখর সানন্দ মিলন মেলার।